লক্ষ্মীপুর সদর উপজেলায় ড্রামট্রাক ও বালুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পিকআপের চালকসহ আরেক শ্রমিক।

আজ রোববার সকালে উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত আবদুর রহিম (২৫) সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে। আহত মো. রুবেল (২৭) ওই ইউনিয়নের রতনপুর গ্রামে নুরুল আমিনের ছেলে এবং মো. সাগর (২৬) একই এলাকার বাসিন্দা।

এদের মধ্যে রহিম ও সাগর বালুবাহী পিকআপের শ্রমিক ছিলেন। রুবেল ওই পিকআপের চালক।

জানা গেছে, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে দ্রুত গতির একটি পিকআপ গাড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে পিকআপে থাকা একজনের মৃত্যু ও দুইজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালের চিকিৎসক এমএ সালাম সৌরভ বলেন, দুর্ঘটনার পর তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজনকে মৃত পাওয়া যায়। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।