বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে উদ্ধারকৃত জাল। ছবি: পুলিশ নিউজ

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধারের পাশাপাশি নৌযানের বিরুদ্ধে প্রসিকিউশন করা হয়েছে।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় রোববার অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা।

অভিযানে পাঁচ কেজি জাটকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো অসহায়দের মধ্যে বণ্টন করা হয়।

অভিযানে নদীতে অবৈধভাবে চলমান একটি নৌযানের বিরুদ্ধে প্রসিকিউশন করা হয়। নৌযানটি সুকানির জিম্মায় দেওয়া হয়।