র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেন।

র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেন ৯ আগস্ট বেলা ১টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে মোহাম্মদ ইসমাইল হোসেন বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

লে. কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেন গত ২৭ জুলাই প্রশিক্ষণকালীন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনায় পড়েন। তাঁকে অতি দ্রুত উদ্ধার করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ৫ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

*আইজিপির শোক*
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি ৯ আগস্ট এক শোক বার্তায় বলেন, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেন অত্যন্ত দক্ষ পাইলট ও মেধাবী কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন চৌকস সেনা কর্মকর্তাকে হারাল।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।