রোহিঙ্গা শিবিরে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার মানব পাচার চক্রের সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের এপিবিএন লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের অধীন রোহিঙ্গা শিবিরে ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত মানব পাচার চক্রের সদস্যের নাম খালেদ হোসেন (২৭)। তিনি রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

এপিবিএন জানায়, ২৭ জানুয়ারি রাত পৌনে আটটার দিকে ভ্রাম্যমাণ দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএনের লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের একদল সদস্য রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে খালেদকে গ্রেপ্তার করে। তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।