এপিবিএনের হেফাজতে দণ্ডপ্রাপ্ত তিন রোহিঙ্গা। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে মিছিলের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপালং ইউনিয়নের লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ১ নম্বর ক্যাম্পের জি ব্লকের মরকাজ এলাকায় ঘটনাটি ঘটে। পরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ উল্লাহ (৫৪), মো. রফিক (৪৯) ও আনিস উল্লাহ (৩৩)।

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার বিচার দাবির নামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আসামিদের আটক করা হয়। পরে সিআইসি মো. রাশেদুল ইসলামের কাছে হাজির করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।