এপিবিএনের হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ও সাব মাঝি হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সমসু আলম (৫২), রশিদ আহম্মদ (৫৩), মাহবুবুর রহমান (২৮) ও নজির আহম্মেদ (৪৭)।

এপিবিএন জানায়, ১৫ অক্টোবর ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার (৩৮) এবং এফ/২ ব্লকের সাব মাঝি মৌলভী ইউনুসকে (৩৮) কোপায় সন্ত্রাসীরা। এ সময় ঘটনাস্থলেই ইউনুসের এবং চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় ১৬ অক্টোবর উখিয়া থানায় মামলা করেন আনোয়ারের ভাই। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

এপিবিএন আরও জানায়, গ্রেপ্তার চার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।