পুলিশি হেফাজতে তিন আসামি এবং জব্দ করা সরঞ্জাম। ছবি : বাংলাদেশ পুলিশ

রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদপত্র বানিয়ে দেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকার একটি দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. রাজু শেখ (৩২), মো. মাহমুদুল রিয়াদ (২৪) ও নয়ন শেখ (২১)। এই চক্রের কয়েকজন সদস্য আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

সিএমপি ডিবির (উত্তর-দক্ষিণ) উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি এনআইডি, পাঁচটি জন্মনিবন্ধন সার্টিফিকেট এবং জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘ দিন ধরে জালিয়াতি করে রোহিঙ্গাদের জন্য এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট বানিয়ে আসছিলেন।

উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট বানিয়ে বাংলাদেশি পাসপোর্ট পেতে রোহিঙ্গাদের সাহায্য করতেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।