পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত মতবিনিময় সভা করেছে। ২২ মার্চ (বুধবার) ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
į

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম-এর সভাপতিত্বে এ সভায় রেঞ্জের বিভিন্ন ইউনিটের ইনচার্জরাও যুক্ত ছিলেন। ছবি: বাংলাদেশ পুলিশ

রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় শেরপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। এ ছাড়া ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিটের ইনচার্জরাও সভায় যোগ দেন।

সভায় আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন বিপণিবিতান, শপিং মল ও ব্যাংকে নিরাপত্তা, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা রোধ, শ্রমিক অসন্তোষ, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। ছবি: বাংলাদেশ পুলিশ

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুর প্রান্ত থেকে আরও যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জরা।