রেলপথে নাশকতা রোধে চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

রেলপথে নাশকতা রোধে চট্টগ্রাম রেলওয়ে জেলার আওতাধীন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

সভায় রেলপথে নাশকতা, রেললাইনের যন্ত্রাংশ চুরি ও ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বিপিএম (বার)।

এ সময় এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (এফডিএমএন) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী পিপিএম উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি, রেলওয়ে স্টাফ, দোকানি, স্টেশনের শ্রমিক এবং রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণ।