চট্টগ্রাম রেলওয়ে জেলার আওতাধীন ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথে নাশকতা রোধের বিষয়ে বিট পুলিশিং এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রাম জেলার রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), মাননীয় ডিআইজি (প্রশাসন) রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মহোদয়।

এ ছাড়া উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, লাকসাম রেলওয়ে থানা, স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ে স্টাফ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণ।

বিট পুলিশিং সভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীকে ধরিয়ে দিতে, রেললাইনের যন্ত্রাংশ (নাট, বল্টু, স্লিপার ইত্যাদি) চুরি বন্ধে এবং রেলপথে নাশকতা রোধে রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।
এরপর প্রধান অতিথি রেলওয়ে স্টাফ এবং যাত্রী সাধারণের সাথে মতবিনিময় করেন।
এ ছাড়া প্রধান অতিথি ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি, স্টেশনের বিভিন্ন স্থাপনা, স্টেশনের সিসি ক্যামেরাসহ স্টেশন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্টেশনে সিসি ক্যামেরা বৃদ্ধি করা, আইপি ক্যামেরা স্থাপন, তদারক করাসহ বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরিশেষে প্রধান অতিথি অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করার জন্য অনুরোধ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।