মোদি পদবি অবমাননা মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের সাজার ওপর স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। খবর রয়টার্সের।

বিচারপতি আরএস গাভাই ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের দুই বছরের কারাদণ্ডের ওপর স্থগিতাদেশ দেন। ফলে এই ইস্যুতে সুরাট আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে ওয়েনাড়ের বরখাস্ত হওয়া এমপি পদ ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হলো রাহুলের।

রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারণার সময় মোদি পদবিকে অসম্মান করেন। ওই ঘটনায় মামলা হয় তাঁর বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাট আদালত ২ বছরের কারাদণ্ড দেন এই কংগ্রেস নেতাকে। বাতিল করা হয় তাঁর এমপি পদ। সূত্র: যমুনা টেলিভিশন।