ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশে আগ্রাসন চালানোয় রাশিয়ার শাস্তি দাবি করেছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভিডিও ভাষণে তিনি এ দাবি জানান। খবর বাসসের।

জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে একমাত্র জেলেনস্কিকেই ভার্চ্যুয়ালি ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয়। ভাষণে রাশিয়ার আগ্রাসন প্রশ্নে মস্কোর ১৫ বার শাস্তির কথাটি উল্লেখ করেন।

জেলেনস্কি বলেন, ‘আমাদের ভূখণ্ড চুরির চেষ্টার জন্য ইউক্রেন রাশিয়ার শাস্তি দাবি করে। হাজারো মানুষ হত্যার এবং নারী-পুরুষদের নির্যাতন-অপদস্থের জন্য শাস্তি দাবি করে।’

রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে জেলেনস্কি একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান। তিনি বলেন, এটি হবে সম্ভাব্য সব আক্রমণকারীর জন্য একটি সতর্কবার্তা।