ইউক্রেনে হামলার জেরে এবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্যপদ স্থগিত হয়েছে রাশিয়ার। দেশটিকে মানবাধিকার পরিষদ থেকে বাদ দিতে জাতিসংঘ সাধারণ পরিষদে ৭ এপ্রিল (বৃহস্পতিবার) ভোট হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের মোট ১৯৩ সদস্যের মধ্যে রাশিয়ার সদস্যপদ বাতিলের পক্ষে ৯৩ ভোট পড়েছে। বিপক্ষে পড়েছে ২৪ ভোট। ৫৮টি সদস্যরাষ্ট্র ভোটদানে বিরত থেকেছে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে কোনো দেশের সদস্যপদ স্থগিত করার ঘটনা এ যাবৎকালের মধ্যে এটি ছিল দ্বিতীয়। এর আগে ২০১১ সালে লিবিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।