ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানার সদস্যরা অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএমপি জানায়, রোববার (১২ জুন) বিকেলে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া ও লালমিয়ার গলি এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. রায়হান, মো. হাসান, মো. হাসিব হাসান ও মো. জাহিদ হাসান।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিপিএম জানান, ১১ জুন ভোরে রাজধানীর বনশ্রী ই-ব্লকের ফরাজী হাসপাতালের সামনে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরদিন ১২ জুন রামপুরা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী।

তিনি বলেন, মামলাটি তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।