খাগড়াছড়ির রামগড় থানা-পুলিশের অভিযানে ১০৫টি ইয়াবা বড়িসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে রামগড় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দারাগোপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. নুরুন্নবীর (৩৬) বাড়ি রামগড় থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে ১০টি মাদক মামলা আছে।
রামগড় থানা-পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।