রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সাফফাত নায়েম নাভির ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বাংলাদেশ প্রতিদিনের।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ‘ইনার ছাত্রাবাসের’ মালিক নাজমুল এবং একই মেসের ২ শিক্ষার্থী লবণ ও শরিফুল।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন জানান, বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে মেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গত বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় শরিফ নামের একজন শিক্ষার্থী নগরীর মতিহার থানায় বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে মেসে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।