আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম আজ রাজারবাগে ১০ তলা অস্ত্রাগার ভবন উদ্বোধন করেন। ছবি: ডিএমপি নিউজ

বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের অস্ত্র ও গুলি সুরক্ষিত ও নিরাপদে রাখতে রাজারবাগে নবনির্মিত ১০ তলা অস্ত্রাগার ভবনের উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

ওই সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

আইজিপি প্রধান অতিথি হিসেবে আজ রোববার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে অস্ত্রাগার ভবনটির উদ্বোধন করেন।

এর আগে আইজিপি রাজারবাগ পুলিশ লাইনসে পৌঁছালে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।