রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় কয়েকজনের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। খবর আরএমপি নিউজের।

আরএমপির বিভিন্ন থানা এলাকায় ১৬ জুন (বৃহস্পতিবার) থেকে ১৭ জুন (শুক্রবার) পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়। এ সময় বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে পাঁচজন, রাজপাড়া থানা এলাকা থেকে চারজন, চন্দ্রিমা থানা এলাকা থেকে ছয়জন, মতিহার থানা এলাকা থেকে ছয়জন, কাটাখালী থানা এলাকা থেকে একজন, শাহ মখদুম থানা এলাকা থেকে একজন, এয়ারপোর্ট থানা এলাকা থেকে চারজন, কর্ণহার থানা এলাকা থেকে একজন ও দামকুড়া থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিদের কাছ থেকে আটজন পরোয়ানাভুক্ত আসামি। বাকিদের মধ্যে ১৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসহ গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন, ১২টি ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।