ছবি: গ্রেপ্তারের প্রতীকী ছবি দেবেন

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৬ জানুয়ারি (রোববার) থেকে ১৭ জানুয়ারি (সোমবার) পর্যন্ত এসব অভিযান চালায়। খবর আরএমপি নিউজের।

পুলিশের ওই অভিযানে বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে পাঁচজন, রাজপাড়া থানা এলাকা থেকে তিনজন, চন্দ্রিমা থানা এলাকা থেকে দুজন, মতিহার থানা এলাকা থেকে একজন, কাটাখালী থানা এলাকা থেকে তিনজন, শাহমখদুম থানা এলাকা থেকে একজন, এয়ারপোর্ট থানা এলাকা থেকে একজন, পবা থানা এলাকা থেকে দুজন, কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে দুজন, কর্ণহার থানা এলাকা থেকে একজন, দামকুড়া থানা এলাকা থেকে একজন এবং ডিবি পুলিশের অভিযানে তিনজন গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃত ২৫ জনের মধ্যে ১০ জন পরোয়ানাভুক্ত আসামি। আটজন মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছে। অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছে সাতজন। মাদকদ্রব্যসহ গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা, ৫ গ্রাম হেরোইন, ২০০ মিলিলিটার অ্যালকোহল, ৩০৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।