রাজশাহীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মো. হানিফকে আটক করে

রাজশাহী মহানগরে ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। খবর আরএমপি নিউজের।

আটক ব্যক্তি হলেন রাজশাহী মহানগরের কর্ণহার থানার তেঁতুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. হানিফ (৪৫)।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম আজাদ, এসআই মো. আশরাফুল ইসলাম ও তাঁর টিম গতকাল মঙ্গলবার মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযানের দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই টিম জানতে পারে, কর্ণহার থানার তেঁতুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন।

ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিম বেলা তিনটা ২০ মিনিটে কর্ণহার থানার তেঁতুলিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে হানিফকে আটক করে। এ সময় হানিফের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।