ছবির ক্যাপশন দুটো একই: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী নগরীতে অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আরএমপির পক্ষে ঈদ উপহার বিতরণ করেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী নগরীতে পুলিশের ঈদ উপহার পেয়ে হাসি ফুটেছে অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মুখে। খবর আরএমপি নিউজের।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইনসে ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৫টায় এই ঈদ উপহার বিতরণ করেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় অন্ধ সংস্থা, প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থা, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৩০১ জন অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিকে আরএমপির পক্ষ এই ঈদ উপহার দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উপলক্ষে রাজশাহী মহানগরীর যানজট নিরসনসহ আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে অহর্নিশ চেষ্টা করে চলছেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। তবে শত ব্যস্ততার মাঝেও তিনি ভুলে যাননি নগরীর অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কথা। তাই তাদের মুখে হাসি ফোটাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদসামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

এ সময় পুলিশ কমিশনার বলেন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সব সময় মানুষের পাশে রয়েছে।

ছবির ক্যাপশন দুটো একই: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী নগরীতে অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আরএমপির পক্ষে ঈদ উপহার বিতরণ করেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। ছবি: বাংলাদেশ পুলিশ

ঈদসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) মো. সাইফুদ্দিন শাহীনসহ অন্য কর্মকর্তারা।