রাজশাহীর পুঠিয়ায় জব্দ করা ভোজ্য তেল। ছবি: রাজাশাহী মেট্রোপলিটন পুলিশ

রাজশাহীর পুঠিয়ার একটি বাজারের চারটি গুদাম ও একটি ট্রাক থেকে মোট ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারে রাজশাহী জেলা গোয়েন্দা ( ডিবি) ও পুঠিয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তেল জব্দ করে। জব্দ করা তেলের মধ্যে ১২১টি ব্যারেলে ২৪ হাজার ৬৮৪ লিটার সয়াবিন তেল ও ৩৩৩টি ব্যারেলে ৬৭ হাজার ৯৩২ লিটার পাম অয়েল রয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্র জানায়, তেলের দাম বাড়বে ও অধিক মুনাফা হবে এই চিন্তা করে ওই ব্যক্তিরা রমজান মাসের শুরু থেকেই তেল মজুদ করে আসছিলেন। বাজারজাত করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রী বিকাশ সরকার ওরফে গোপাল (৫৮), মো. ইমদাদুল হক (৪০), শৈলেন কুমার পাল (৬৫), রাজীব শাহা (৩৭), ও মো. লিটন (২৫)। এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা হয়েছে।