র‌্যাবের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজশাহীর গোদাগাড়ীতে নাজিম উদ্দিন (৩৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ঢাকা মেইলের।

গ্রেপ্তার নাজিম উদ্দিন জেলার তানোর উপজেলার চিমনা এলাকার ইয়াসিন আলীর ছেলে। তিনি এক বছরের বিনাশ্রম কারদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার গোদাগাড়ীর ডাইংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এ সময় সাজাপ্রাপ্ত আসামি নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পাওনা টাকার জন্য এক ব্যক্তি তাঁর নামে মামলাটি দায়ের করেছিলেন।

গ্রেপ্তার নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।