গ্রেপ্তার দুই জুয়াড়ি। ছবি : আরএমপি নিউজ

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ, তাসসহ দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাঁরা হলেন মো. সুজন (২৮) ও মো. আরিফ (২৬)। খবর আরএমপি নিউজের।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরএমপির প্রতিটি ইউনিট।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার মাসকাটাদিঘী পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মতিহার থানার মাসকাটাদিঘী পশ্চিম পাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে আসামিদের কাছ থেকে তাস ও নগদ টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।