রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. সাগর আলী মার্শাল (২৫), তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার খোজাপুর জাহাজঘাট গ্রামের বাসিন্দা।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার উদ্দেশ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশে কাজ করছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল বিকেল মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। এ সময় অপর একজন পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, আসামির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।