রাজশাহী শহরে গাঁজা ও মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: পুলিশ নিউজ

রাজশাহী শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ২০ লিটার চোলাইমদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরের কাশিয়াডাঙ্গা থানার টুলটুলিপাড়া এবং রাজপাড়া থানার বাকীর মোড় থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে কাশিয়াডাঙ্গা থানার টুলটুলিপাড়া মোড়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামি হলেন কাশিয়াডাঙ্গা থানার টুলটুলি পাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন আনু (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাপস সিংহ (২০)।

অন্যদিকে, গোয়েন্দা পুলিশের আরেকটি দল রাত সাড়ে ৯টার দিকে রাজপাড়া থানার বাকীর মোড় থেকে ২০ লিটার চোলাই মদসহ দুই আসামিকে গ্রেপ্তার করে।

মদসহ গ্রেপ্তার আসামিরা হলেন রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (৪৮) এবং একই এলাকার মো. রিংকু (৩৫)।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।