রাজশাহী মহানগরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে

রাজশাহী মহানগরে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন রাজশাহীর চারঘাট থানার টাংগন পূর্বপাড়া গ্রামের মো. সজীব আলী (৩৫) ও মো. সাহারুল ইসলাম (৩৩)।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম আজাদ, এসআই মো. আমিনুর রহমান ও তাঁর টিম গতকাল রাতে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযানের দায়িত্বে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই টিম জানতে পারে, কাটাখালী থানার টাংগন দাঁড়পাড়া গ্রামে দুই ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম সোয়া নয়টার দিকে কাটাখালী থানার টাংগন দাঁড়পাড়া গ্রাম থেকে আসামি সজিব আলী ও সাহারুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।