রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হন অটোরিকশা চোর চক্রের তিনজন। ছবি: আরএমপি

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চুরির সংঘবদ্ধ চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরএমপির চন্দ্রিমা থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তিনজনের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা, চারটি ব্যাটারি ও অন্যান্য চোরাই অটোরিকশার অংশবিশেষ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাইয়ের আল-আমিন (২০), জেলার গোদাগাড়ী থানার কাকলবাড়ির মালেক মন্ডল (৫৫) ও তাঁর স্ত্রী ফাহিমা বেগম (৪০)।
চন্দ্রিমা থানায় সোমবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন।

তিনি জানান, নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনির মো. শামিম গত ২৫ এপ্রিল বেলা ৩টায় তাঁর অটোরিকশাটি প্রতিদিনের মতো চালিয়ে বাড়ির সামনে রেখে ভেতরে যান। বাড়িতে কাজ শেষ করে আধা ঘণ্টা পরে বাইরে এসে তিনি দেখেন, অটোরিকশাটি নেই।

পরে শামিম থানায় অভিযোগ করলে চন্দ্রিমা থানা-পুলিশ আসামিদের নাম, ঠিকানা ও অবস্থান শনাক্ত করে চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান শুরু করেন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেল পৌনে ৪টায় বোয়ালিয়া থানার রাজশাহী রেলস্টেশন মোড় থেকে আসামি মো. আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।

পরে আল-আমিনের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা ৬টায় গোদাগাড়ীর কাকলবাড়ি আদর্শ গ্রামে অভিযান চালিয়ে মালেক মণ্ডল ও তাঁর স্ত্রী ফাহিমা বেগমকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা, ব্যাটারি ও অন্যান্য চোরাই অটোরিকশার অংশবিশেষ উদ্ধার করা হয়।