ডিবি পুলিশের হেফাজতে চোরচক্রের দুই সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজবাড়ী জেলাপুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে একটি চোরচক্রের দুজন সদস্যকে আটক করেছে।

তাদের কাছ থেকে বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে রয়েছে ১৬ ভরি ৯ আনা ওজনের রুপার অলঙ্কার, নগদ ৪১ হাজার টাকা, একটি চোরাই মোবাইল সেট ও একটি মোটরসাইকেল।

জানা গেছে, রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদের নির্দেশনায় ১৪ সেপ্টেম্বর দুপুর ২টার সময় রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি টিম সদর থানাধীন খানখানাপুর রেলগেইট সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় তারা একটি মোটরসাইকেল থামিয়ে এর দুই আরোহী মো. আল-আমিন শেখ ওরফে সুমন (২৭) ও মো. সুমন মাতুব্বরের (২৫) দেহ তল্লাশি করে চোরাই মালগুলো উদ্ধার করে। এরপর ওই দুই আরোহীকে চুরির অভিযোগে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পেশাদার চোরচক্রের সদস্য। আসামি মো. আল-আমিন শেখ ওরফে সুমনী বিরুদ্ধে সিধেল চুরি, অস্ত্র মামলাসহ ৪টি মামলা এবং আসামি সুমন মাতুব্বরের বিরুদ্ধে সিধেল চুরি,মাদকসহ ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

চোরাই মাল উদ্ধারের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।