রাজবাড়ীর বালিয়াকান্দি থানা এলাকায় সিসিটিভি ক্যামেরার উদ্বোধন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, অনুষ্ঠানের সভাপতি রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ অন্যান্য অতিথিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা এলাকায় সিসিটিভি ক্যামেরার উদ্বোধন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দির সোনাপুর বাজার এলাকায় ১৮ মার্চ (শনিবার) অনুষ্ঠানটির আয়োজন করে বালিয়াকান্দি থানা-পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধ উদঘাটনে বর্তমান ডিজিটাল যুগে সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবার পারস্পরিক সহযোগিতায় রাজবাড়ীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পারলে অপরাধীদের সনাক্ত করা সহজ হবে। তিনি আরও বলেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ পরিদর্শক প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, পাংশা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন এবং নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর।