রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ৫ ডিসেম্বর (সোমবার) সকালে ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। খবর দৈনিক বাংলার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের তলদেশে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস বলছে, সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।