রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ১১ এপিবিএনের অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১১ এপিবিএন)। তারই ধারাবাহিকতায় ৩০ মার্চ (বৃহস্পতিবার) তারা রাজধানীর উত্তরা, এয়ারপোর্ট গোলচত্বর ও খিলক্ষেত এলাকায় টহল দিয়েছে।

১১ এপিবিএন জানায়, ৩০ মার্চ ১১ এপিবিএনের নিয়মিত আভিযানিক কাজের অংশ হিসেবে এসআই (নি.) দিলুয়ারা বেগমের নেতৃত্বে এয়ারপোর্ট গোলচত্বর ও খিলক্ষেত এলাকায় সড়ক পরিবহন আইনে তিনটি মামলা করে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে এসআই (নি.) নাজমুন্নাহারের নেতৃত্বে উত্তরা এলাকায় সড়ক পরিবহন আইনে তিনটি মামলা দায়ের করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এসআই (নি.) তাসলিমা বেগমের নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় সড়ক পরিবহন আইনে তিনটি মামলা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অভিযানে সার্বিক সহযোগিতা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।