জব্দকৃত গাঁজা। ছবি: ডিএমপি

রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গতকাল বুধবার (১২ জানুয়ারি) পৃথক অভিযানে মো. বাবুল, মো. হেলাল উদ্দিন ও মো. রুবেল মিয়াকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত পিকআপ ভ্যান। ছবি: ডিএমপি

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালাম থানার শাহনাজ ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আসামি বাবুল। এ সময় ৩৬ কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত ৯টার দিকে চালানো দিনের আরেক অভিযানে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ ফুটওভারব্রিজ এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ হেলাল ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।