জব্দকৃত গাঁজা। ছবি: ডিএমপি

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সজীব আহমেদ ও মো. আমির হোসেন।

জব্দকৃত মাইক্রোবাস। ছবি: ডিএমপি

অভিযানে নেতৃত্বে দেওয়া ধানমন্ডি জোনাল টিমের লিডার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সীমান্তবর্তী কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

আসামিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।