রাজধানীতে ১২ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকার উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১২ এপিবিএন)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা এলাকা থেকে ১০ মে (শুক্রবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. পারভেজ। তিনি দারুস সালাম থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি।

১২ এপিবিএন জানায়, ১২ এপিবিএনের একটি দল ১০ মে ডিএমপির দারুস সালাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামি পারভেজকে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁকে দারুস সালাম থানায় সোপর্দ করা হয়েছে।