শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের ১৮৩টি মোবাইল ফোনসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি খন্দকার তাওহিদ হাসান তুহিন ও মো. রাজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, শাহআলী থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের মোবাইল ফোন বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ১৮৩টি মোবাইল ফোন।
আসামিরা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন দেশে এনে বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে শাহআলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।