রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে জব্দ করা ফেনসিডিল। ছবি: ডিএমপি

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এনামুল হক ও মো. আনোয়ার।

আজ শনিবার বেলা দেড়টার দিকে রমনা মডেল থানাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাঁদের ফেনসিডিলসহ গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম বলেন, মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, রমনা মডেল থানাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেনসিডিলসহ এনামুল হক ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ওই দুজন কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তাঁদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়েছে।