রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার মাদক কারবারিদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। খবর ডিএমপি নিউজের

গ্রেপ্তার কারবারিরা হলেন মো. রাজু, মো. নয়ন, মো. রমিজ আহমেদ ও ফাতেমা খাতুন।

আজ শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় পল্টন মডেল থানার বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা থেকে তাঁদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, কতিপয় মাদক কারবারি পল্টন মডেল থানার বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার জাতীয় গ্রন্থকেন্দ্রের সামনে ইয়াবা বিক্রি করছেন মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে রাজু, নয়ন, রমিজ ও ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।