পুলিশ নিউজ ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০টি ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)। যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত পৌনে ১১টার দিকে অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিদের নাম মো. আলমগীর হোসেন, রিদুয়ান ইসলাম, ফেরদৌস মানিক ও মো. মাহিবুর রহমান ওরফে শুভ। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি টিআর ট্রাভেলস ক্লাসিক বাস জব্দ করা হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম জানান, কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ হাজার ৬০০টি ইয়াবাসহ আলমগীর, রিদুয়ান, ফেরদৌস ও মাহিবুরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।