রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে অস্ত্র, গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ (ডিবি)। ৩ নভেম্বর (বৃহস্পতিবার) ভোররাত সোয়া তিনটার দিকে খিলগাঁও থানার ব্লক-এ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামির নাম মো. রেজাউল করিম রাসেল ওরফে টেলি রাসেল। তার কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং দুটি গুলি উদ্ধার করা হয়।

গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, একজন অস্ত্রধারী সন্ত্রাসী খিলগাঁও ব্লক-এ এলাকার বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলের গেটের সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গভীর রাতে বিভিন্ন যানবাহন থামিয়ে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।