রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ (ডিবি)। মিরপুর স্টেডিয়াম এলাকা থেকে ১৩ আগস্ট (শনিবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামির নাম মো. ছগির হোসেন। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুরের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, ঢাকা মহানগর এলাকায় ১৩ আগস্ট মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, মিরপুর স্টেডিয়াম এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ৫ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ছগিরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার বলেন, ছগির ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ছাড়া রমনা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকের আরও একটি মামলা রয়েছে।