জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শনিবার (২৩ জুলাই) সকালে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ফুটওভারব্রিজের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আব্দুল্লা আল আরাফাত ওরফে রনি, চালক মো. জয়নাল আবেদীন ও মো. নুরুজ্জামান।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. মোস্তফা কামাল পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।