জব্দ করা গাঁজা। ছবি: ডিএমপি

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

ডিএমপি জানায়, বুধবার (১৮ মে) সন্ধ্যায় কদমতলী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে আসামি মোছা. খাদিজা আক্তার, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে তানজিল ও মো. রসুল শেখকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফজলে এলাহী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।