রাঙ্গামাটির পলওয়েল পার্ক মাল্টিপারপাস শেডে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় রাঙ্গামাটিতে জনপ্রতিনিধিদের নিয়ে সেমিনার। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান ও কার্বারীদের অংশগ্রণের মাধ্যমে ‘উগ্রবাদ প্রতিরোধ জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার রাঙ্গামাটির পলওয়েল পার্ক মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।
ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক, বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্ছের হোসেন। সেমিনারের সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়।

রাঙ্গামাটির পলওয়েল পার্ক মাল্টিপারপাস শেডে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় রাঙ্গামাটিতে জনপ্রতিনিধিদের নিয়ে সেমিনার। ছবি: বাংলাদেশ পুলিশ

প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সব নাগরিক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে । সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং উগ্রবাদ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি রয়েছে, যার ফলে গত দুই বছর বাংলাদেশে কোনো প্রকার জঙ্গি হামলা হয়নি। এর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন জনপ্রতিনিধিরা । ২০১৬ সালে বাংলাদেশে যখন ব্যাপকভাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পায় তখন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সব পেশার মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাত্বতা ঘোষণা করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীসহ আমাদের দেশের সবার একটাই চাওয়া তা হলো সন্ত্রাসবাদ নির্মূল করা। আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন জনপ্রতিনিধিরা । হলি আর্টিসানে মর্মান্তিক সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস ও সহিংস উগ্রবাদ দমনে জনপ্রতিনিধিরা পুলিশকে অনেক সহযোগিতা করেছেন। সমাজের কোথাও যেনো সন্ত্রাসবাদ, উগ্রবাদ তৈরির পরিস্থিতি না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।

রাঙ্গামাটির পলওয়েল পার্ক মাল্টিপারপাস শেডে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় রাঙ্গামাটিতে জনপ্রতিনিধিদের নিয়ে সেমিনার। ছবি: বাংলাদেশ পুলিশ

এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান ও কার্বারীগণ উপস্থিত ছিলেন।