রাঙামাটিতে ১ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাঙামাটিতে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন) অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে। রাঙামাটির কোতয়ালি থানা এলাকা থেকে ৫ মার্চ (মঙ্গলবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম সুনয়ন চাকমা (৩২)। তাঁর কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এপিবিএন জানায়, ১ এপিবিএনের একটি দল রাঙামাটির কোতয়ালি থানা এলাকায় ৫ মার্চ অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সুনয়ন চাকমাকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদক রাঙামাটির বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় তাঁর বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালি থানায় আরও একটি মামলা হয়েছে।