পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা আগ্নেয়াস্ত্র ও গুলি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের রাউজান থানা-পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ১১৩টি বুলেট, শটগানের ১০টি কার্তুজ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (১৭ আগস্ট) পুলিশ জানায়, রাউজান থানাধীন বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. নুরুল আবছার (৪৩), কামরুল হাসান টিটু (৫৫) ও গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০)।

রাউজান থানা-পুলিশ জানায়, ডাকাত দলের কয়েক জন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি এলজি, একে-২২ রাইফেলের ৯৫টি বুলেট, ৮টি এমএম বুলেট, অজ্ঞাত অস্ত্রের ১০টি বুলেট এবং শটগানের ১০টি কার্তুজ জব্দ করা হয়।

রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।