পবিত্র রমজান মাসে অফিসের মতো ব্যাংকের লেনদেনের সময়ও বরাবরের মতো কমানো হয়েছে।
বাংলাদেশের ব্যাংক আজ বুধবার এক নির্দেশনায় জানিয়েছে, পবিত্র রমজানে ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর মধ্য জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। তবে এই সময়ে কর্মীদের সমন্বয়ের মাধ্যমে লেনদেন চালু রাখতে বলা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

লেনদেন আড়াইটায় বন্ধ হলেও আনুষঙ্গিক কাজের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
সাধারণ সময় সকাল ১০টায় ব্যাংকে লেনদেন শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রমজান মাস শুরু হতে পারে।