পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদানসংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। খবর বাসসের।

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২২ মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।