গাঁজাসহ গ্রেপ্তার দুজন। ছবি : আরপিএমপি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পৃথক অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপির ডিবির উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরপিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে সোমবার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সোমবার রাত ২টা ১৫ মিনিটে ডিবির পুলিশ পরিদর্শক মো. ফারুক খলিলের নেতৃত্বে একটি দল রংপুর কোতোয়ালি থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ ব্যাংক মোড়ে অভিযান চালায়।

অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় দুজনকে।

তাঁরা হলেন রবিউল ইসলাম (২৪); তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ২ নং মদাতি ইউপির মৌজা সাখাতি গ্রামের বাসিন্দা। মো. মামুন আলী (২০); তিনিও একই ইউপির কৈটারী গ্রামের বাসিন্দা।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত ৪টা ২০ মিনিটে ডিবির পুলিশ পরিদর্শক মো. ফারুক খলিলের নেতৃত্বে একটি দল রংপুর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা বাজারে অভিযান চালায়।

অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. আশরাফুল ইসলামকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরপিএমপির কোতোয়ালি ও মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।