বন্দুক হামলার পর ঘটনাস্থলে পুলিশের গাড়ি। ছবি-সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক বন্দুক হামলার ঘটনায় অন্তত ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৮ মার্চ) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, কেনেডি বিনোদন কেন্দ্রের সামনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর পেয়েই সেখানে যায় পুলিশের একটি দল। পরে গুলিবিদ্ধদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শী কেউ থাকলে তাঁকে দ্রুত পুলিশের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানাতে অনুরোধ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, দেশটিতে ২০২৪ সালের ১৭ মার্চ পর্যন্ত বন্দুক সহিসংতায় মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। অন্যদিকে আহতের সংখ্যা ৫ হাজার ৯০০ জনের কাছাকাছি।

এভাবে বন্দুকের গুলিতে হতাহতের ঘটনা বাড়ছে বলে গত জানুয়ারিতে ওয়াশিংটনে এসব অপরাধের হার কমাতে জননিরাপত্তা আইন পাস করে দেশটি।